রাজশাহীতে স্থগিত হলেও প্রথম ডোজ টিকার নিতে কেন্দ্রে ভিড়

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১; সময়: ৯:৩৯ অপরাহ্ণ |
রাজশাহীতে স্থগিত হলেও প্রথম ডোজ টিকার নিতে কেন্দ্রে ভিড়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মঙ্গলবার টিকার প্রথম ডোজ শেষে হয়ে গেছে। ওই দিনই অনেক মানুষ টিকা না পেয়ে ফিরে গেছেন। এরপরও বুধবার সকাল ছয়টা থেকেই রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ টিকাকেন্দ্রের সামনে কয়েক শ মানুষ ভিড় করতে থাকেন।

টিকাপ্রত্যাশীরা জানান, প্রথম ডোজ টিকাদান স্থগিত করা হয়েছে, তাঁরা এটা জানতেন না। টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য মোবাইলে এসএমএস পেয়েই তাঁরা এসেছেন। প্রায় দুই ঘণ্টা টিকাপ্রত্যাশীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকলেও টিকা না থাকার বিষয়টি তাঁরা জানতে পারেননি।

সকাল আটটার পর টিকাকেন্দ্রের গেট খুলে দেওয়ার পর তাঁরা পুলিশের কাছে জানতে পারেন প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এ সময় প্রথম ডোজ টিকাপ্রত্যাশীরা সেখানে হট্টগোল শুরু করেন। পুলিশ সদস্যদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তাঁরা।

মধ্যবয়সী এক ব্যক্তি পুলিশ সদস্যকে উদ্দেশ করে বলেন, ‘আমরা তো টিকা নিতে চাচ্ছিলাম না। আপনারাই বললেন টিকা নেন। এখন টিকা নেই কেন?’ আরেক নারী বলেন, প্রতিদিনই টিভিতে দেখাচ্ছে টিকা আসছে। এত টিকা যাচ্ছে কোথায়? রাজশাহীর মানুষ কি মানুষ নয়? কেন এখানে টিকা থাকবে না? পুলিশ সদস্যরা নানাভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করেন, দ্রুতই টিকা আসবে। তখন আবার প্রথম ডোজ দেওয়া হবে।

নগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সব দোষ যেন পুলিশের। সব ক্ষোভও পুলিশের ওপর। মানুষকে বুঝতে হবে টিকা আমাদের হাতের জিনিস না। টিকা এলেই তাঁরা পাবেন।’

টিকা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ আগস্ট তাঁরা এসএমএস পেয়েছেন। ওই এসএমএস অনুযায়ী আজ তাঁদের প্রথম ডোজ টিকা নেওয়ার কথা। ফলে তাঁরা টিকা নেওয়ার জন্য দীর্ঘ সময় পানির মধ্যে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এতে তাঁদের ভোগান্তি হয়েছে।

এ সময় কয়েকজন বলেন, টিকা দেওয়ার তারিখ যেমন এসএমএস করে জানানো হয়েছে, তেমনি টিকা দেওয়া হবে না, এটাও এসএমএস দিয়ে জানালে তাঁরা আসতেন না। তাহলে এমন দুর্ভোগ হতো না।

টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ উদ্দিন বলেন, যাঁদের মুঠোফোনে টিকা নেওয়ার জন্য এসএমএস গেছে, তাঁদের তালিকা বের করে ফিরতি এসএমএস দেওয়াটা অসম্ভব ব্যাপার। টিকা শেষ হওয়ার বিষয়টি গতকাল কেন্দ্রে মাইকে বলে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রথম ডোজ শেষ হওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

  • 130
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে