রাজশাহীতে মোহরানার অর্ধেক টাকা দিয়ে ডিভোর্স করালেন মেয়র ও কাউন্সিলরা

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে মোহরানার অর্ধেক টাকা দিয়ে ডিভোর্স করালেন মেয়র ও কাউন্সিলরা

নিজস্ব প্রতবিদেক, তানোর : রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌর ভবনে শালিশ বৈঠকে দেন মোহরের অর্ধেক টাকা দিয়ে ডিভোর্স করালেন মেয়র কাউন্সিলরা। এঘটনায় এলাকায় ব্যাপক চান্চল্যের সৃষ্টি হয়েছে।

(১১ই আগষ্ট) বুধবার দুপুরে মুন্ডমালা পৌর ভবনে মেয়রের কক্ষে শালিস বৈঠকে ২ মেয়রসহ কয়েকজন কাউন্সিলরসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত থেকে ডিভোর্সের ঘটনা ঘটানো হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেলে, প্রায় ১৫দিন আগে মুন্ডমালা পৌর এলাকার জৈনক ব্যাক্তির ৭ম শ্রেনীর ছাত্রী (১৩)’র সাথে নওগার মহাদেবপুর উপজেলার জৈনক ব্যাক্তির ছেলের ১ লাখ ১০হাজার টাকা দেন মোহরে কাজী অফিসে বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুক হিসেবে ছেলে তার ঘর না সাজিয়ে দিলে বউ নিয়ে যাবেনা বলে জানিয়ে দেয়। এনিয়ে তাদের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর পৌর মেয়র ইমরুল হকসহ মুন্ডমালা পৌর সভার কয়েকজন কাউন্সিলরগন উভয় পক্ষের লোকজনসহ তাদেরকে ডেকে নিয়ে ১ লাখ, ১০ হাজার টাকা দেনমোহরের মধ্যে মাত্র ৫৫ হাজার টাকার কাজী ডেকে ডিভোর্স করিয়ে দেন।

তবে, দেনমোহর বাবদ আদায়কৃত ৫৫ হাজার টাকার মধ্যে মাত্র ৪৫হাজার টাকা মেয়ে ও তার পরিবারকে দেয়া হয়। বাকি ১০ হাজার টাকা বিচারকরা রেখেছেন খরচের জন্য।

জনপ্রতিনিধিদের এমন কান্ডগ্যানহীন কান্ডে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা। পৌরবাসী বলছেন, মুন্ডমালা পৌর ভবন এখন শালিস বৈঠকের নামে আদালতে পরিনত হয়েছে। মুন্ডমালা পৌর ভবনের দেয়া রায় মানতে সবাই বাধ্য নয়লে সমস্যা আছে।

এবিষয়ে মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, উভয় পরিবারের লোকসহ বিষয়ি আপোষ নিঃপত্তি করা হয়েছে।

  • 532
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে