রাজশাহীতে ইমো হ্যাকিং ও বিকাশ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৫:৫৮ অপরাহ্ণ |
রাজশাহীতে ইমো হ্যাকিং ও বিকাশ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বাঘা থানা এলাকা হতে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্র ও বিকাশ প্রতারকসহ তিন জন আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে জানান র‌্যাব।

র‌্যাব জানান, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ১২ আগষ্ট সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে রাত ০৮:৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোবাইল -১৪ টি, সিমকার্ড-৩২ টি, মেমোরীকার্ড-০২ টি, নগদ ৪,৮২,৩২২/- টাকা সহ আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা- মৃত আবুল হোসেন, ২। মোঃ শান্ত হক (২৩), পিতা- মোঃ আলী আশরাফ, উভয় সাং- ভানুকর, ৩। মোঃ সুরমান আলী (৪০), পিতা- মৃত খেলাফত মন্ডল, সাং-মোহদীপুর, সর্ব থানা বাঘা ও জেলা- রাজশাহীগণকে আটক করে। ধৃত অসাধু ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • 134
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে