নওগাঁয় নেসকোর সাব-স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
নওগাঁয় নেসকোর সাব-স্টেশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নেসকো ৩৩/১১হাজার কেভি সাব-স্টেশনে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানাকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ ক্ষতিগ্রস্ত ৩৩/১১ হাজার কেভি সাব-স্টেশন পরিদর্শন শেষে এই তদন্ত কমিটি গঠন করে।

এর আগে শুক্রবার (১৩ আগষ্ট) ভোর সাড়ে ৫টার হঠাৎ করে শব্দ হলে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের সাতটি ব্রেকারে আগুন ধরে যায় পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রানীনগর, আত্রাই উপজেলা কিছু অংশ ও বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

পরে খবর পেয়ে নওগাঁ ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে