রাজশাহী অঞ্চলের করোনা সংক্রমণ পরিস্থিতি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলের করোনা সংক্রমণ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে উঠানামা করছে করোনা সংক্রমণ। শুক্রবার রাজশাহীর দুইটি ল্যাবে পাঁচ জেলার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

ল্যাব সূত্রে জানা গেছে, এদিন দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

এর আগে গত বুধবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ, গত মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, গত সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ২৫ শতাংশ, গত শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ ও গত শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ।

এদিকে, করোনা সংক্রমণ কমেছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ২২ শতাংশ কমে শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২২ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়াও এ জেলায় গত বুধবার ছিল ২০ দশমিক ২১ শতাংশ, গত মঙ্গরবার ২৬ দশমিক ৩৭ শতাংশ, গত সোমবার ১১ দশমিক ৬৩ শাতংশ, গত রোববার ৩৭ শতাংশ, গত শনিবার ২১ দশমিক ২৫ শতাংশ এবং গত শুক্রবার ১৮ দশমিক ৫৬ শতাংশ।

অপরদিকে, রামেক ল্যাবে নাটোরের একজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ, নওগাঁর ১৩০ জনের নমুনার মধ্যে সাতটি পজেটিভ এবং জয়পুরহাটের ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়াও বিদেশগামী ১২ জনের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ এসেছে।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে