করোনা টিকা বেসরকারি খাতে না দেওয়ার পরামর্শ

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৮:৪৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
করোনা টিকা বেসরকারি খাতে না দেওয়ার পরামর্শ

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি খাতে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার(১২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে কমিটির সভায় এই পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনোভাবেই যেন বেসরকারিভাবে টিকা না দেওয়া হয়। এতে দেখা যাবে, মেয়াদোত্তীর্ণ টিকা আসবে, পানি ভরে টিকা দেওয়া হবে। এতে সব দোষ সরকারের ওপর পড়বে।

কমিটির সভাপতি ফারুক খান বলেন, টিকার মেয়াদ যাতে ছয় মাস থাকে, সেটা আমদানির আগেই দেখে নিতে হবে। দেশে এসে পৌঁছানোর পরে যদি দেখা যায় মেয়াদ ১৫-২০ দিন রয়েছে, ওই টিকা পরে মাঠপর্যায়ে যেতে আর মেয়াদই থাকবে না।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আবদুল মজিদ খান ও হাবিবে মিল্লাত।

  • 373
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে