১০০ জনকে কাউন্সিলরের টিকা পুশ: তদন্ত করবেন সিভিল সার্জন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৮:৪৮ অপরাহ্ণ |
১০০ জনকে কাউন্সিলরের টিকা পুশ: তদন্ত করবেন সিভিল সার্জন

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলরের কার্যালয়ে ডেকে নিয়ে শতাধিক নারী-পুরুষের শরীরে টিকা পুশ করেছেন কাউন্সিলর নাদিয়া নাসরিন। তিনি কুসিকের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ আগস্ট নগরীর গাংচর এলাকার হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মডার্নার ওই টিকা পুশ করেন। তবে বৃহস্পতিবার রাতে টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর বিষয়টি নিয়ে নগরীতে সমালোচনার ঝড় ওঠে। সিভিল সার্জন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ আগস্ট দুপুর ১২টার দিকে হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সরকারদলীয় স্থানীয় কিছু নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের লোকদের আগে টিকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে সারিতে থাকা সাধারণ জনগণ ক্ষিপ্ত হন। এ নিয়ে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় নাদিয়া নাসরিন বেশ কয়েকটি টিকার ভায়েল ও সিরিঞ্জ নিয়ে টিকাকেন্দ্রের অদূরে তার নিজের বাড়ির সামনের কার্যালয়ে চলে যান। এ সময় তার অনুসারীরাও ওই কার্যালয়ে যান। সেখানে তিনি নিজ হাতে টিকাপ্রত্যাশীদের মধ্যে করোনার টিকার (মডার্না) প্রথম ডোজ প্রয়োগ করেন।

এ বিষয়ে নাদিয়া নাসরিন বলেন, ৯ আগস্ট হারুন স্কুল টিকাকেন্দ্রে কর্মীদের সাথে বহিরাগতদের হাতাহাতি হয়। এরপর টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। পরে তিনি টিকাগুলো তার অফিসে নিয়ে আসেন। এরপর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করেন। অন্তত ১০০ জনকে টিকা দেওয়ার কথা স্বীকার করেন তিনি। তার দাবি অতীতে টিকা দেওয়ার প্রশিক্ষণ নিয়েছেন তিনি, যার সনদও আছে তার কাছে।

  • 66
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে