নারী কর্মচারীকে সুপারশপ মালিকের হয়রানি, ব্যবস্থা নিল পুলিশ

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
নারী কর্মচারীকে সুপারশপ মালিকের হয়রানি, ব্যবস্থা নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : খুলনায় একটি সুপারশপে চাকরি করতেন এক নারী। চাকরিতে প্রবেশের পর থেকেই সুপারশপের মালিক তার দিকে বাজেভাবে তাকাতেন। অনেক সময় তার সঙ্গে খারাপ আচরণও করেন। অতিষ্ঠ হয়ে সেখানে চাকরি ছেড়ে দিলেও নানাভাবে হয়রানি করতে থাকেন সুপারশপের মালিক।

আটকে রাখেন ওই নারীর বেতনের টাকা। এছাড়া ওই নারী যেখানেই চাকরি নিচ্ছিলেন সেখানেই তাকে অনুসরণ করছিলেন। সুপারশপের মালিকের হস্তক্ষেপে কয়েকটি প্রতিষ্ঠানে চাকরিও খুইয়েছেন। উপায় না পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত ফেসবুক পেজে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এরপরই তার পাশে সহযোগিতার হাত বাড়ায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীটির হস্তক্ষেপে সুপারশপের মালিককে আইনের আওতায় আনে পুলিশ।

শুক্রবার বিকালে বিষয়টি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা।

সোহেল রানা জানান, সুপারশপের মালিকের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং খুলনা মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. হাসান আল মামুনকে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়। পরে খুলনা সদর থানার ওসি অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনেন, ভুক্তভোগীর নারীর নিরাপত্তা নিশ্চিত করেন এবং তার পাওনা টাকা আদায়ের উদ্যোগ নেয়।

ওই নারীর নিরাপত্তা ও কল্যাণে সবসময় পুলিশ পাশে থাকবে বলে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সমস্যাটির সমাধান হওয়ায় উক্ত নারী বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • 891
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে