আজিজুল আলম বেন্টুর মাতার ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
আজিজুল আলম বেন্টুর মাতার ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টুর মাতা রাবেয়া খাতুন এর ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার।

রাজশাহীর বিশিষ্ঠ ব্যবসায়ী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের রাজনৈতিক সহকর্মী আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ¦ রুহুল আমিন সরকারের স্ত্রী রাবেয়া খাতুন ২০০২ সালের ১৫ আগস্ট ইন্তেকাল করেন। রাবেয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙক্ষীদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী নেয়া হয়েছে। রোববার বেলা ১১টায় হড়গ্রাম নতুন পাড়া কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করা হবে। এর পর বড়গ্রাম মুন্সিপাড়া বায়তুল আমিন জামে মসজিদ দোয়া মাহফিল ও বাদ জোহর দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে।

মহিষী নারী মরহুমা রাবেয়া খাতুন ১০ সন্তানের জননী। সন্তানদের মধ্যে ৫ ছেলে ও ৫ মেয়ে। এরা হলেন, শামসুল আলম, শামসুন নাহার রিনা, তহিদুল আলম বাদল, খায়রুন নাহার ঝরর্ণা, রবিউল আলম বাবু, রায়হানা বেগম লভলি, আজিজুল আলম বেন্টু, সাবিনা ইয়াসমিন স্বপ্না, সায়দা আমিন কইলী ও খাদেমুল ইসলাম মাসুম।

এদের মধ্যে মরহুমার বড় ছেলে শামসুল আলম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। আরেক ছেলে তহিদুল আলম বাদল মারা যান ২০১৮ সালের ১৪ আগস্ট। এছাড়াও মরহুমা রাবেয়া খাতুনের স্বামী আলহাজ¦ রুহুল আমিন সরকার ইন্তেকাল করেন ২০০৮ সালের ২৯ আগস্ট।

  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে