নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে স্কুলছাত্রকে মারপিট

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে স্কুলছাত্রকে মারপিট

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নুর ইসলাম মানিক (১৪) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে চুরির অপবাদ দিয়ে বেদম মারপিট করা হয়েছে। সে মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার মা ও সৎপিতার সাথে বসবাস করে। এব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলেও থানা পুলিশ কোনই পদক্ষেপ নেয়নি।

ওই শিশুর মা নুরজাহান বেগম জানান, লকডাউনে স্কুল ছুটি থাকায় তার ছেলে মানিক মহাদেবপুর প্রাণ কোম্পানীর ডিলারের পণ্য বিভিন্ন স্থানে সরবরাহের কাজ নেয়। গত ১০ আগষ্ট রাত ১২টায় তার ছেলেকে ওই কোম্পানীর লোকেরা তাদের গোডাউনে ডেকে নিয়ে সেখানকার মালামাল চুরি হয়েছে বলে মানিককে বেদম মারপিট করে।

জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। পরদিন তিনি এব্যাপারে মহাদেবপুর প্রাণ কোম্পানীর ডিলার মো: মাহফুজ আলম (৪০), শাহীন আলম (৩৫) ও ইমরান হোসেনের (৫৫) বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ গত ৩ দিনেও এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

অভিযুক্ত মাহফুজ আলম, মানিককে মারপিট করার কথা স্বীকার করে জানান, সন্দেহবশত: তাকে চরথাপ্পড় মারা হয়েছে।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই শামীনুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এসআই শামীনুর রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, মহাদেবপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ৫৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানা (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, থানার এসআই এমদাদুল হক শুক্রবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার শিবরামপুর মাদরাসা মোড় বাজারে সোহেল ফার্মেসীতে অভিযান চালিয়ে সেখান থেকে ট্যাবলেটগুলো জব্দ করেন ও ফার্মেসীর মালিককে আটক করেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • 178
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে