রাজশাহীতে জামিল ব্রিগেডের চিকিৎসক টিমকে ফোন করলেই মিলবে পরামর্শ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১; সময়: ৮:২৩ অপরাহ্ণ |
রাজশাহীতে জামিল ব্রিগেডের চিকিৎসক টিমকে ফোন করলেই মিলবে পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের পাশাপাশি এবার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে একটি ‘চিকিৎসক টিম’ গঠন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। মৃদু করোনা আক্রান্ত যেকোন রোগী নিম্ন প্রদত্ত হটলাইন নম্বরে কল করলেই দেয়া হবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।

শনিবার (১৪ আগস্ট) বিকালে শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু সাহেব-বাজার টোয়েন্টিফোর ডটকমকে চিকিৎসক টিম গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রাজশাহীতে মৃদু করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে আমরা একটি চিকিৎসক টিম গঠন করেছি। অক্সিজেন এবং অ্যাম্বুলেন্স-এর মতো এখানেও আলাদা একটি হটলাইন নম্বর চালু থাকছে। হটলাইনে কল করে যারা মৃদুভাবে করোনা আক্রান্ত হয়েছেন, তারা যেকোন ধরনের স্বাস্থ্য পরামর্শ নিতে চাইলে তাদের সেটি দেয়া হবে।’
দেবু বলেন, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সুজিত সরকার নিজেই এটি সমন্বয় করবেন। এছাড়াও তার নেতৃত্বে আরও কিছু চিকিৎসক এতে সার্বক্ষণিক যুক্ত থাকবেন। আমরা আশা করি, রাজশাহীর মানুষ এতে অনেকটাই উপকৃত হবে।

জামিল ব্রিগেডের চিকিৎসক টিমের নাম এবং হটলাইন নম্বর- ডা. সুজিত কুমার ভদ্র (০১৭১১-৮১০৮০০), ডা. চিন্ময় কান্তি দাস (০১৭১১-৮১৯৫১৪), ডা. মো: আতিকুল ইসলাম (০১৯১৭-২৬৪৯৭২), ডা. আবু হেনা মো: সোহেল রানা (০১৮৩০-৮৯২১৩১)।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে