রাজশাহীতে মাদ্রাসা থেকে ৩ ছাত্র নিখোঁজ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে মাদ্রাসা থেকে ৩ ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে একটি মাদ্রাসার তিন ছাত্র বুধবার ভোররাত থেকে নিখোঁজ। এ ব্যাপারে শুক্রবার রাতে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শামসুল হক মোহনপুর থানায় অভিযোগ করেন।

উপজেলার মৌগাছি ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে বজরপুর দারুল উলুম মাদ্রাসা কোরআন হেফজখানা থেকে বুধবার ভোররাতে তারা নিখোঁজ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার সালকোনা রুদ্রপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৪), মোহনপুর উপজেলার কালী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. আতিকুর রহমান (১১) ও মাটিকাটা গ্রামের আবদুল হান্নানের ছেলে মো. হাবিবুর রহমান (১৬)।

মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, বুধবার ভোররাত চারটা থেকে হেফজখানার তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেন। তিনি জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থী দেড় বছর ও এক শিক্ষার্থী আট মাস ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীর টাকা নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিখোঁজের পর থেকে মাদ্রাসার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার তিনজন শিক্ষার্থী যাওয়ার সময় কিছু টাকা নিয়ে গেছে। এ জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক একটি অভিযোগ করেছেন। তাদের অভিভাবকদের জানানো হয়েছে। তাঁরা এসে থানায় সাধারণ ডায়েরি করবেন।

আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত তাঁরা আসেননি। ওই শিক্ষার্থীরা দুষ্ট বুদ্ধির কারণেই চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছে কোনো মুঠোফোন নেই। ফোন থাকলে তাদের অবস্থান চিহ্নিত করা যেত। সেটাও সম্ভব হচ্ছে না।

  • 165
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে