জাতীয় শোক দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১; সময়: ৬:৩৯ অপরাহ্ণ |
জাতীয় শোক দিবসে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজশাহী জেলা পরিষদ।

রোববার সকালে নগরীর লক্ষ্মীপুরমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে পুস্পস্তক অপর্ণ করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান সহ জেলা পরিষদের সাধারণ সদস্য-৯ আবুল ফজল প্রাং, সংরক্ষিত সদস্য-১ কৃষ্ণা দেবী, সংরক্ষিত সদস্য-২ শিউলী রাণী সাহ, সংরক্ষিত সদস্য-৫ জয় জয়ন্তী সরকার, প্রকৌশলী মাসুক-ই-মাহমুদ, প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্ননা, সার্ভেয়ার আলিফ আলী, মোঃ সামাউন ইসলাম সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরপর ইঞ্জিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের পক্ষ থেকে পুস্পস্তব অপর্ণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান সহ কলেজ অধ্যক্ষ মাহমুদ হোসেন, শিক্ষক-শিক্ষার্থী সহ কর্মচারীবৃন্দ।

পরিশেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিস্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, ইয়ুথ প্রধান সাদিয়া সাবা অর্চি, উপ-যুব প্রধান সোলাইমান হোসেন রকি, সাবেক যুব প্রধান জুনায়েদ ইবনে হান্নান, রক্ত বিভাগের প্রধান আবু সালেহ মোঃ জিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সদস্যবৃন্দ।

পুস্পস্তবক অপর্ণ শেষে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে সম্মেলন কক্ষে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানে সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে