রাজশাহীতে কুড়ির ঘরে আটকে গেছে করোনা সংক্রমণ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
রাজশাহীতে কুড়ির ঘরে আটকে গেছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলতি মাসে কুড়ির ঘরেই থেকে গেছে করোনা সংক্রমণের হার। চলতি মাসের ১৫ দিনের মধ্যে তিন দিন ১, ৭ ও ৮ আগস্ট সংক্রমণের হার ত্রিশের ঘরে উঠলেও বাকি দিনগুলোতে বিশের ঘরেই ছিল। তবে গত শনিবার অবশ্য বিশের সামান্য নেচে নামলেও পরেদিন আবার উঠে যায়।

রোববার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২৪ শতাংশ। এর আগের দিন শনিবার ছিল ১৯ দশমিক ২৫ শতাংশ।

এর আগে গত শুক্রবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ৫২ শতাংশ, গত বৃহস্পতিবার ২৫ দশমিক ১৫ শতাংশ, গত বুধবার ২৮ দশমিক ৬৩ শতাংশ, গত মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, গত সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ২৫ শতাংশ।

  • 119
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে