শোক দিবসে শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
শোক দিবসে শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চিকিৎসকরা উপস্থিত থেকে দুই শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনার রশীদ বাচ্চু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. মারুফ, ডা. শফিক, ডা. ফারাহানা, ডা. বনি সহ অন্যান্যরা চিকিৎসাসেবা প্রদান করেন।

  • 186
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে