শোক দিবসে রাজশাহীর সীমান্তে ৫৩০ পরিবার পেলো বিজিবির খাদ্য সামগ্রী

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১; সময়: ৪:৫৩ অপরাহ্ণ |
শোক দিবসে রাজশাহীর সীমান্তে ৫৩০ পরিবার পেলো বিজিবির খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ১ ব্যাটালিয়ন বিজিবি রাজশাহী। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ১৫ আগস্ট রাজশাহী বিজিবি সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৫৩০ গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। যা বিজিবি সদস্যরা তাদের নিজস্ব রসদ থেকে বাঁচিয়ে বিতরণ করছে।

উল্লেখ্য যে, ১৫ আগস্ট সকাল ১১ টার দিকে সেক্টর সদর দপ্তর, রাজশাহী ও সহাবস্থিত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পদ্মা নদীর চর খানপুর এলাকায় ৮০ টি দুঃস্থ পরিবারের মাঝে ইতিমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী ও মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

  • 354
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে