আবারো চালু হলো কাবুল বিমানবন্দর

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
আবারো চালু হলো কাবুল বিমানবন্দর

পদ্মাটাইমস ডেস্ক : ফের খুলে দেওয়া হলো আফগানিস্তানের কাবুল বিমানবন্দর। সশস্ত্র তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল দখলে নেওয়ায় দেশত্যাগে হাজার হাজার মানুষ বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটলে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি।

বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি মার্কিন সেনাবাহিনীর পর্যবেক্ষণে রয়েছে। মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। আফগানিস্তান থেকে কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ফ্লাইট শুরু হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়র্টাসকে জানান, বিমানবন্দর থেকে সাধারণ মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। এখন টার্মিনাল পরিষ্কার বলেও জানান তারা। গতকাল অধিকাংশ ফ্লাইট বাতিল হলেও মঙ্গলবার থেকে কাবুলে আটকে পড়া বিভিন্ন দেশের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

 

  • 140
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে