৫৬ বছর পর বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
খবর > বিনোদন
৫৬ বছর পর বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

পদ্মাটাইমস ডেস্ক :কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিউইয়র্কের এক আদালতে বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক নারী। খবর বিবিসির। গত শুক্রবার করা মামলায় অভিযোগ করা হয়, ৫৬ বছর আগে ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন মাত্র ১২ বছর ছিল, তখন তাকে যৌন নিপীড়ন করেন মার্কিন রক ও ফোক লিজেন্ড বব ডিলান।

তাতে বলা হয়েছে— ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান বব ডিলান। ওই নারী আরও দাবি করেন, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে যৌন নির্যাতন চালানো হয়েছে তার ওপর।

তবে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। ৮০ বছর বয়সি বব ডিলানকে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয়। এ পর্যন্ত তার মোট ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে সারাবিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে