ভারতীয় অস্ত্রসহ শিবগঞ্জের বিএনপির নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১; সময়: ৫:২০ অপরাহ্ণ |
ভারতীয় অস্ত্রসহ শিবগঞ্জের বিএনপির নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসিকে ভারতীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

গ্রেপ্তাররা হচ্ছে- শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মহাজনপাড়া মহল্লার শফিকুল ইসলাম ছেলে জানিবুল ইসলাম জোসি (৩০) ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বাসির আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে সোমবার রাতে দুটি পিস্তল ও গুলিসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জানিবুল ইসলাম জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র-বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

ডিবি প্রধান বলেন, ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসে এই চক্র। তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। এই অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় মামলা হয়েছে।

এ দিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, অস্ত্রসহ জোসির আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদকের মামলা আছে কিনা- আমার জানা নেই। তবে রাজনৈতিক মামলা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর বাজারের পেঁয়াজপট্টি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ জানিবুল ইসলাম জোসিকে আটক করেছিল র‌্যাব। এ সময় তার দুই সহযোগিও আটক হয়। ওই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়।

  • 246
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে