গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২৯

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১; সময়: ১০:১২ অপরাহ্ণ |
গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২৯

পদ্মাটাইমস ডেস্ক : গেল ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৩২৯ জনের মধ্যে ৩০৬ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ২৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ১১৪ জন।

এরমধ্যে এক হাজার ৪৮ জন ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকীরা ঢাকার বাইরে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। আর ১লা জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের পর সেবা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৫১০ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ২৬ জনের।

এদিকে, ডেঙ্গুর প্রকোপ কমাতে বাসা-বাড়ি ও অফিসে ব্যবহৃত জিনিসপত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়া এডিস মশার লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। এমনকি সরকারি অফিস ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে