সিরাজগঞ্জে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কার্ভাড ভ্যান জব্দ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কার্ভাড ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সাংবাদের সলঙ্গা থানাধীন এলাকায় ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২।

এরা হলো পটুয়াখালী সদর থানার হরতকী বাড়ীয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে রিয়াজ গাজী (২৮) ও ভোলার চরফ্যাশান থানার রসুলপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯)। এ ঘটনায় তাদের ব্যবহৃত কার্ভাড ভ্যান (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০১৪৪ ) জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সলঙ্গা থানাধীন নলকায় অভিযান পরিচালনা করে। এসময় উল্লিখিত কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় থানায় জব্দকৃত গাড়ি, গাঁজাসহ মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

  • 454
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে