সিংড়ায় ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করায় ইউপি সদস্য আটক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
সিংড়ায় ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করায় ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় মিজু আহমেদ (৩৫) নামে এক ভ্যানচালককে ঘরের খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে (৩৮) আটক করে পুলিশ।

আটক ইউপি সদস্য ফজর আলী উপজেলার খরসতি গ্রামের আবুল কালামের ছেলে। এঘটনায় মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতিত মিজু আহমেদ ওই ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার দোকানে রুটি কিনতে যায়। ভ্যানচালক ফজর আলী দোকানী রেখার মামাতো ভাই। এসময় দোকানে মিজুকে দেখে রেখার স্বামী ইউপি সদস্য ফজর আলী মিজুকে বেদম প্রহার করতে থাকে।

পরে তাকে ঘরের খুঁটির সাথে বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজু আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শিদের কাছে জানতে পারি ভ্যানচালক মিজু আহমেদকে নির্মম নির্যাতন করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানচালককে মারধরের ঘটনায় তাঁর মায়ের করা মামলায় ইউপি সদস্য ফজর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • 64
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে