গোদাগাড়ীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও করোনা ভাইরাসে কর্মহীন ২০০ পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে।

সহকারী কমিশনার ভুমি তাসমিনা খাতুনের সভাপতিত্বে খাদ্য বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) চাপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম,গোদাগাড়ী শাখা ম্যানেজার নজরুল ইসলাম প্রমূখ।২০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরন করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল,৩কেজি আলু ও ১কেজি পেয়াজ। সিদীপের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম,বলেন, বর্তমান করোনাকালীন সময়ে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

 

  • 224
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে