তাড়াশে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ১:৩২ অপরাহ্ণ |
তাড়াশে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : তাড়াশে সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের মানুষজন স্বেচ্ছাশ্রমে ইশ্বরপুর-কাছিকাটা গ্রামীণ সড়কের সংস্কার কাজ শুরু করেছেন। এ কাজে তাদের কায়িকশ্রমের পাশাপাশি টাকারও যোগান দিতে হচ্ছে। ভুক্তভোগীরা কাঁচা সড়ক পাকা করণের জোর দাবি তুলেছেন।

জানা গেছে, উপজেলা প্রকৌশল বিভাগের ইশ্বরপুর-কাছিকাটা আড়াই কিলোমিটার পাকা সড়কের মাঝে আয়ূব মন্ডলের বাড়ি থেকে ইমরুলের বাড়ি পর্যন্ত পৌঁনে এক কিলোমিটার সড়ক এখনও পাকা হয়নি। ঐটুকো কাঁচা সড়ক বর্ষা মৌসুমের বৃষ্টিতে প্রায় সময় অতিরিক্ত কর্দমাক্ত অবস্থায় থাকে।

ইশ্বরপুর গ্রামের বাসিন্দা আয়ূব মন্ডল, রফিকুল ইসলাম, নজিবর রহমান ও শফিকুল ইমলাম বলেন, তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে খানাখন্দে ভরে যায়।

তখন না চলে কোনো গাড়ি, নাতো হেঁটে চলা যায়। পাকা সড়কের অভাবে চলাচলের কষ্ট তাদের জন্ম থেকেই!

সরজমিনে দেখা গেছে, ইশ্বরপুর-কাছিকাটা সড়কের কাঁচা অংশে ইশ্বরপুর গ্রামের বেশ কয়েকজন মানুষ ইট দিয়ে গর্ত সমান করছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, জনদুর্ভোগ লাঘবে সড়কের কাঁচা অংশটুকো পাকা করণের যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

  • 157
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে