খুলনা বিভাগে করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ২:৫৭ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। দুই মাস পর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৬ জুন ১০ জনের মৃত্যু হয়েছিল। আর বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল গত ৯ জুলাই।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪২২ জনের। সর্বশেষ বুধবার (১৮ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪২৩ জনের।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে যশোরে। এছাড়া খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৫ হাজার ৬২৬ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৫৪৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩১ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৮৬ জনের। মারা গেছেন ৭৩২ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ২২৭ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮২০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫০৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৫৬ জনের এবং মারা গেছেন ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৮৬ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৬৮ জনের। মোট মারা গেছেন ৪৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩১৩ জন।

নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৭ জনের। মোট মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৫ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৭২ জনের। মোট মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৯ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭০৬ জনের। মোট মারা গেছেন ২৪৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২৩ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫২ জনের। মোট মারা গেছেন ৬৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫৩ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৫২ জনের। মোট মারা গেছেন ১৮২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯৯ জন।

মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে