রাণীনগরে যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
রাণীনগরে যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় চত্বরে গাছ রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল।

এসময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারি মোল্লা,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড: খোদাদাদ খাঁন পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, রাণীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাব্বী চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম স্বজল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা

জানান, আম, জাম, তেতুল, পেয়ারাসহ বিভিন্ন প্রাজাতির মোট এক হাজার গাছের চারা রোপনের জন্য উপজেলার আটটি ইউনিয়নের নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়।

  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে