সিলেটে করোনায় আরও ২২ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
সিলেটে করোনায় আরও ২২ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩ নমুনা পরীক্ষা করে নতুন ৪৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ২২ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৫৩ জনে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ২০০ জন, সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ৩১ এবং মৌলভীবাজারে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৫২০ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮৪২, হবিগঞ্জে ৬ হাজার ৭৫ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৩৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনই সিলেট জেলার, একজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। জেলার আরও ৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জের ৬৩, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮১ জন।

  • 128
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে