মান্দায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
মান্দায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউএনওর সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে এটি তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালিন পরিস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেটসহ একটি অক্সিজেন সিলিন্ডারটি প্রদান করা হয়।

  • 101
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে