র‌্যাব-৫ অভিযানে ভিকটিমসহ এক অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ৮:১২ অপরাহ্ণ |
র‌্যাব-৫ অভিযানে ভিকটিমসহ এক অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ কর্তৃক তদন্তাধীন মামলার ভিকটিম সহ ০১ জন অপহরণকারী গ্রেফতার সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।

১৮ আগষ্ট ১৫ঃ৩০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর জেলার সদর থানাধীন খোলাবাড়িয়া দবিরের মোড় গ্রামস্থ এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে, ভিকটিম (১৪) কে উদ্ধার এবং অপহরণকারী মোঃ মামুন হোসেন (২১), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং- খোলাবাড়িয়া(দবিরের মোড়), থানা ও জেলা- নাটোরকে আটক করে ।

উল্লেখ্য যে, নওগাঁ জেলার বদলগাছি থানার মামলা নং- ২২, তাং- ১৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সং-০৩) আইনের ৭/৩০ মূলে বাদী মোছাঃ নাহার (৩৫), সাং- হাট শাপলা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ এর অভিযোগের পেক্ষিতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ নাটোর, র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার ভিকটিম ১৪ বছর বয়সের নাবালিকাকে উদ্ধারসহ অপহরণকারী মোঃ মামুন হোসেন (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উপরোক্ত ঘটনায় উক্ত ভিকটিমসহ অপহরণকারীকে বদলগাছী থানায় হস্থান্তর করা হয়েছে।

  • 341
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে