আরোও ডেঙ্গু আক্রান্ত ২৭০ জন হাসপাতালে

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
আরোও ডেঙ্গু আক্রান্ত ২৭০ জন হাসপাতালে

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরও ২৭০ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি ২৪০ জন এবং ঢাকার বাইরের ৩০ জন রোগী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিপ্তরের পাঠানো তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২শ ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১১শ ৪৫জন। আর অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৯৩ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ২শ ৫১ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী।

  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে