স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগে ধামইরহাটে সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগে ধামইরহাটে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত কল্পে দেশব্যাপী নতুন নিয়মে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষে নওগাঁ জেলা পুলিশের প্রচার-প্রচারনা বিষয়ক সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট থানার হলরুমে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলা ব্যাপী সম্মেলনে সভাপতিত্বে করেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম।

এ সময় উপস্থতি ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল মোমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি, থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, এস.আই আলমগীর হোসেন, এস.আই মাসুদ রানাসহ অন্যান্য পুলিশ সদস্যরা, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, বিডিসি ক্রাইম নিউজের বার্তা সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংবাদিক হারুন আল রশীদ, পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, মেহেদী হাসান, সোহেল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, সুফল রায় প্রমুখ।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, অনলাইনে আবেদনের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এ সময় নারী ও পুরুষ আবেদনকারীদের দৌড়, লং জাম্প, পুশ আপ, রোড ক্লাইম্বিং ড্রাগিং পরীক্ষাসহ৭টি স্তরে ফিটনেটসহ প্রাথমিক যোগত্যা নিরুপন করা হবে, এতে যোগ্যতা প্রার্থীই নির্বাচিত হবেন, এখানে ঘুষ বা দূর্নীতির কোনো সুযোগ নেই।

  • 847
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে