জামিল ব্রিগেডকে সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
জামিল ব্রিগেডকে সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে শহীদ জামিল ব্রিগেড। সেবামূলক এসব কাজকে আরও এগিয়ে নিতে সংগঠনটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহীদ জামিল ব্রিগেডের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার কাছে সহায়তার নগদ অর্থ তুলে দেন আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের নেতৃবৃন্দ।
সহায়তার অর্থ গ্রহণ করে এমপি বাদশা বলেন, দুই মাস ধরে শুধুমাত্র একটি ফোনের মাধ্যমে আমরা জনগণের কাছে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পৌঁছে দিচ্ছি। শহরজুড়ে সাধারণ মানুষকে বিপুল পরিমাণে বিনামূল্যে মাস্কও বিতরণ করছি। আর্থিক সহায়তা নিয়ে জামিল ব্রিগেডের পাশে দাঁড়িয়ে সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ মানবতার সেবায় বড় ভূমিকা রাখল।
ফজলে হোসেন বাদশা আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এসময় কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো: তানভীরূল আলম এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল উপস্থিত ছিলেন।
  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে