সড়ক দুর্ঘটনা হ্রাসে মানসম্মত হেলমেটের ব্যবহার আবশ্যক: বাবলা এমপি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সড়ক দুর্ঘটনা হ্রাসে মানসম্মত হেলমেটের ব্যবহার আবশ্যক: বাবলা এমপি

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন আইন ২০১৮ চলতি বছর সংশোধনের ‍উদ্যোগ নিয়েছেন সরকার। আইনে
হেলমেটের ব্যবহারের কথা বলা আছে, তবে সড়ক দুর্ঘটনা হ্রাসে মানসম্মত হেলমেটের ব্যবহার আবশ্যক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
২১ ই আগস্ট শনিবার তাঁর ঢাকার অফিসে ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, এ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডা: তাসনিম মেহবুবা বাধন ও এ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তোষিকে কাইফু সৈয়দ আবুল হোসেন বাবলা এমপিকে ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড় সেইফটি প্রকল্প সহ বিভিন্ন কা‌র্যক্রম সম্পর্কে অবহিত করেন ।

এসময় প্রতিনিধি দল বলেন, বাংলাদেশের বর্তমান আইনটির এখনও কিছু দূর্বল দিক রয়েছে যার জন্য সড়ক ব্যবহারকারীরা আইন লঙ্গন ও দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮” চলতি বছরে সংশোধনের উদ্যোগ নিয়েছেন সরকার। গাড়ির গতি নিদিষ্ট করে দেওয়া,চালক ও যাত্রীদের জন্য সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক, মানসম্মত হেলমেটের ব্যবহার, শিশুদের জন্য নিরাপদ আসন নিশ্চিত করা ইত্যাদি সংশোধিত আইনে অন্তর্ভূক্ত করা একান্ত জরুরী।

এ বিষয়ে প্রতিনিধি দল সৈয়দ আবুল হোসেন বাবলা এমপির সহযোগিতা চান। তিনি প্রতিনিধিদলের কা‌র্যক্রমের জন্য সাধুবাদ জানান ও প্রয়োজনীর সহযোগিতার আশ্বাস দেন।

  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে