হাসপাতাল থেকে নিখোঁজের ৫ দিন পর করোনা রোগীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
হাসপাতাল থেকে নিখোঁজের ৫ দিন পর করোনা রোগীর মরদেহ উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : শনিবার (২১ আগস্ট) শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহটি উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলেসোনামিয়া ফকিরের। পেশায় তিনি একজন রিকশা চালক ছিলেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা অ্যান্টিজেন পরীক্ষা করলে পজিটিভ হয়। ওই দিনই চিকিৎসার জন্য তিনি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট (সোমবার) রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে শনিবার (২১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সোনামিয়া ফকিরের ছেলে আবদুর রহমান ফকির বলেন, ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে হাসপাতালে দেখে আসি। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ তার মরদেহ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শামসুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কিন্তু তখন পরিবার তার কোনো খবর নেননি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কি হয়েছিল জানা নেই।

  • 97
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে