পত্নীতলায় জন্মাষ্টমী ও দূর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
পত্নীতলায় জন্মাষ্টমী ও দূর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় জন্মাষ্টমী এবং দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে পত্নীতলার নজিপুর কেন্দ্রীয় বাসুদেব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পত্নীতলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ পত্নীতলা শাখার আয়োজনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রমেন বর্মণের সভাপতিত্বে, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু গৌতম চন্দ্র দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্।

এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রমেন বর্মণ, নজিপুর পৌরসভার কাউন্সিলর বাবু সুদর্শন চন্দ্র সাহা, প্যানেল মেয়র বাবু যুগল চন্দ্র দেবনাথ, বাবু সূর্যকান্ত সরকার, বাবু তপন মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুবোধ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত ব্যাংকার বাবু নিরঞ্জন চন্দ্র মন্ডল, বাবু শিবেন্দ্রনাথ বর্মণ এবং পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বস্তরের নেত্রীবৃন্দ সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

ওসি শামসুল আলম শাহ্ সভায় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন। স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়মে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বতর্মান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ উল্লেখ করে উপস্থিত সকলকে পুলিশের চাকুরির জন্য কারোর সাথে আর্থিক লেন-দেন না করার বিষয়েও পরামর্শ দেন। যোগ্য হলে এমনিতেই চাকুরি হবে।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে