গ্রেনেড হামলা দিবসে সান্তাহারে যুবলীগের শোক ও স্মরণ সভা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১; সময়: ১০:০৬ অপরাহ্ণ |
গ্রেনেড হামলা দিবসে সান্তাহারে যুবলীগের শোক ও স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট হত্যার উদ্দেশ্যে করা গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকলের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ আগস্ট বিকেলে উপজেলার  সান্তাহার স্বাধীনতা মঞ্চে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এড. শেখ কুদরত-ই এলাহী কাজল, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।

আরও বক্তব্য রাখেন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, যুবলীগ নেতা গোলজার মৃধা, সমাজ খান, উজ্জল, জুয়েল, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন প্রমূখ।

  • 232
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে