ঢাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১; সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
ঢাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকায় আজ সারাদিন মেঘের সঙ্গে রোদ থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে হালকা বৃষ্টিও। কোথাও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ আগস্ট) সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি রোদের দেখা পাওয়া যেতে পারে। বৃষ্টি হলেও সেটা বিকেলের দিকে। আজ সারাদেশের তিন বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

সারাদেশের তাপমাত্রার তথ্যে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলায় ৩৩ মিলিমিটার।

আগামী দুইদিনে আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

  • 266
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে