রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ৯:১৩ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত নয়জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। নতুন নয়জন নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৫৪।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৫৩৪ জনের। করোনা শনাক্ত হয়েছে ২৫৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২২।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন মোতাবেক, আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২০০ জনের। শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৪।

একই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত ১৫ জন মারা যান। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেড়েছে। একই সঙ্গে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বাড়লেও শনাক্তের হার ও মৃত্যু কমেছে।

নতুন শনাক্ত ২৫৯ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৭৫ জন। এর বাইরে বগুড়ায় ৪৬ জন, পাবনায় ৩৯ জন, নাটোরে ৩৫ জন, সিরাজগঞ্জে ২৫ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন এবং জয়পুরহাটে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী পাওয়া যায় গত বছরের ১২ এপ্রিল রাজশাহী জেলায়। নতুন ২৫৯ জন নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৮।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ৩ জন ও বগুড়ার ২ জন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৫৪। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৪৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৬ জন, নওগাঁয় ১৩১ জন, নাটোরে ১৫৮ জন, সিরাজগঞ্জে ৮৯ জন, জয়পুরহাটে ৫৪ জন ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়। গত বছর বিভাগে করোনায় সংক্রমিত মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি বছরে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৮৮ জন। এর মধ্যে জুন মাসে মারা যান ৩২৬ জন। জুলাই মারা যান ৪৪৪ জন, যা মাসভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ। আর আগস্ট মাসে এ পর্যন্ত মারা গেছেন ২৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮৯৭ জন করোনা রোগী। আগের দিন সুস্থ হয়েছিলেন ৯০৩ জন। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯২৩ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন নতুন করোনা রোগী। হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৪ হাজার ৫৫৭ জন।

  • 180
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে