জয়পুরহাটে জেলা পুলিশের আধুনিক মেসের উদ্বোধন করেন ডিআইজি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
জয়পুরহাটে জেলা পুলিশের আধুনিক মেসের উদ্বোধন করেন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে আধুনিক ডাইনিং মেসের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ লাইন্সে এ মেসের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন বলেন, প্রতিনিয়ত পুলিশের আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। জয়পুরহাটে আধুনিক এই মেস পুলিশের পুলিশিং কার্যক্রমে গতি আনবে। তিনি জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোয়ার্দ্দী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট ডায়েবিটিস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, সদর থানা অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান, ডিএসবির অফিসার ইনচার্জ কাওছার হোসেন, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্র নাথ মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ।

পরে মধাহ্ণ ভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা, বিচারক, আইনজীবি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • 416
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে