সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১; সময়: ১:৩৪ অপরাহ্ণ |
সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

পদ্মাটাইমস ডেস্ক : এ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

মঙ্গলবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮৯৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৪৭৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে