নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১; সময়: ৫:১০ অপরাহ্ণ |
নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২৪ আগষ্ট সকাল ১০টায় ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহাবয়ক শহিদুল ইসলাম সাথীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুল রহমান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাসেল মন্ডল রনি, জেলা যুবদলের সদস্য সামাদ সোনার, আইনুল হক মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনার, আনোয়ার হোসেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভসহ নেতৃবৃন্দ।

  • 241
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে