নওগাঁয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
নওগাঁয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শোক দিবস পালন

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে নওগাঁ সদর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের সকল শহীদ সদস্যদের আত্নার মাগফিরাত ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: হারুন-অল রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহকারী ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ ও নওগাঁ সদর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো: গোলাম সামদানী। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ইমরান চৌধুরী ও সদস্য সচিব মোতালেব হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো: হারুন-অল রশিদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন। একইসাথে বঙ্গবন্ধুর জীবনী ও নেতৃত্বের গুনাবলী আলোচনা করেন।

  • 119
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে