১৫ কিলো হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি রাবি শিক্ষকের

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
১৫ কিলো হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি রাবি শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

দাবি পূরণে মঙ্গলবার সকালে পদযাত্রা শুরু করে তিনি নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কিছুক্ষণ করে অবস্থান করেন। ব্যতিক্রমী এই কর্মসূচিতে তিনি ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষাকে বাঁচান, শিক্ষার্থীদের বাঁচান’ লেখা সংবলিত পোস্টার বহন করেন।

সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে হাঁটা শুরু করেন। এ সময় তার সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোমিন অংশ নেন। তারা হেঁটে হেঁটে রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে কিছু সময় অবস্থান করেন।

দুপুর পৌনে ২টার দিকে ফের তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এসে কর্মসূচি শেষ করেন। সাড়ে তিন ঘণ্টার এই পদযাত্রায় তারা প্রায় ১৫ কিলোমিটার অতিক্রম করেন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে চরম বিপর্যস্ত। অনেকে হতাশা ও বিষণ্ণতায় ভুগছে। এভাবে আমাদের নারী শিক্ষা বৃদ্ধি, বাল্যবিবাহ হ্রাস, ঝরে পড়ার হার হ্রাসের মতো অগ্রগতিগুলো ধরে রাখা যাবে না। জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাদ দিলে জাতি পিছিয়ে পড়বে।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে