আরএমপি ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
আরএমপি ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি পুলিশ।

আটককৃত আসামী মোঃ জাকির(২২) রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে । সে পবা থানার কাঞ্চিয়া পাড়া এলাকায় জামে মসজিদের সামনে গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়।

আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম গত ২৪ আগস্ট বিকেল ৫.৩০ টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা থানার কাঞ্চিয়া পাড়া এলাকায় একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫.৪০ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ জাকিরকে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে