করোনায় আরোও ১১৪ জনের মৃত্যু, কমেছে আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
করোনায় আরোও ১১৪ জনের মৃত্যু, কমেছে আক্রান্ত

পদ্মাটাইমস ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ২৫ হাজার ৬২৭ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। দেশে করোনা সংক্রমণের ৫২৫তম দিনে আজ বুধবার (২৫ আগস্ট), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) একদিনে ১১৪ জনের মৃত্যু এবং ৫ হাজার ২৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪টি। আর দেশের মোট ৭৮৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। এর মধ্যে ৪,৯৬৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৬২ জন পুরুষ ও ৫২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ২৫,৬২৭ জনের মধ্যে ১৬ হাজার ৭০৮ জন পুরুষ ও ৮,৯১৯ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৮০৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪.০২ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে এসেছে।

  • 212
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে