পত্নীতলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৭:১১ অপরাহ্ণ |
পত্নীতলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের অভিযানে আম বোঝাই একটি মিনি ট্রাকে ২০০ পিস ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলার নজিপুর- সাপাহার মহাসড়কের মামুদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরি পশ্চিম পাড়া এলাকার মোঃ রেজাউল শেখ’র ছেলে মোঃ সোহাগ শেখ (২২), গোপালগঞ্জের মোকছেদপুর থানার কসাইগাতি গ্রামের কারিনুর ইসলাম এর ছেলে জাহিদ হাসান (৩৮)।এ সময় তাদের ব্যবহৃত মিনি ট্রাক ও মোবাইল জব্দ করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আম বোঝাই ট্রাকসহ ওই দুইজনকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মিনি ট্রাকে থাকা ২০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার এবং ২জনকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মাদক চোরাচালান আইনে মামলা হয়েছে আগামীকাল সকালে আসামীদের কোর্টে চালান দেওয়া হবে।

  • 64
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে