বিধিনিষেধ থাকায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে: এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
বিধিনিষেধ থাকায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে: এলজিআরডি মন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বিধিনিষেধ থাকায় ২০২০ সালের তুলনায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী।

বুধবার সকালে সচিবালয়ে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ১১তম আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, বিধিনিষেধে বাড়ির নির্মাণকাজ বন্ধ থাকার পাশাপাশি নগরীর অনেকে বাসা খালি রেখে গ্রামে চলে যাওয়ায় এবার এডিস মশা বেড়েছে।

তিনি বলেন, উচ্চশিক্ষিত অনেকের বাসায় প্রচুর লার্ভা পাওয়া গেছে, যা দুঃখজনক। তাজুল ইসলাম বলেন, একটি মৃত্যুকেও ছোট করে দেখার সুযোগ নেই। এ সময় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসও দুঃখ প্রকাশ করেন।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে