আদালতে ওসি প্রদীপের ফোনে কথা বলায় ৩ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৭:১৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
আদালতে ওসি প্রদীপের ফোনে কথা বলায় ৩ পুলিশ প্রত্যাহার

পদ্মাটাইমস ডেস্ক : মেজর (অব.) সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় ওসি প্রদীপের ফোনে কথা বলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদালত পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে, সকাল থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চলছে হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দিচ্ছেন মামলার ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাত।

এর আগে, আসামিদের আদালতে হাজির করা হয়। মঙ্গলবার সাক্ষ্য ও জেরা শেষে আদালত থেকে বেরিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত সোমবার শুরু হয় আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে