ইসলামী ব্যাংক সুজানগর শাখার উদ্যোগে গাছের চারা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
ইসলামী ব্যাংক সুজানগর শাখার উদ্যোগে গাছের চারা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ পরিচর্যায় সফলতার জন্য বিভিন্ন ব্যক্তির মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।

বুধবার (২৫ আগস্ট) ব্যাংক কার্যালয়ে গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মো.রাশিদুল হক ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার ম্যানেজার (অপারেশন) জালাল উদ্দিন,সুজানগরের বিশিষ্ট সমাজসেবক মনসুর রহমান মুন্নু এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মো.রাশিদুল হক জানান, বৃক্ষের বহুমাত্রিক চাহিদা ও গুরুত্বকে সামনে রেখে ইসলামী ব্যাংক ২০০৩ সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আর এবারেও তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য শাখার ন্যায় সুজানগর শাখার উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এ সময় তিনি সবাইকে বসতবাড়ীতে বেশী বেশী ফলজ চারা রোপণের আহবান জানান। শেষে এ কার্যক্রমে যারা আন্তরিক ও নিবেদিত রয়েছেন এবং বৃক্ষ পরিচর্যায় সফলতার স্বক্ষর রেখেছেন এমন ৫ জনকে তাদের এ অবদানের জন্য ব্যাংকের পক্ষ থেকে নগদ অর্থ, গাছের চারা এবং অভিবাদনপত্র প্রদান করা হয়।

 

 

 

 

 

  • 133
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে