সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন খুলে দেওয়ার দাবি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন খুলে দেওয়ার দাবি

পদ্মাটাইমস ডেস্ক : শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের সব কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
দীর্ঘদিন বন্ধ থাকায় কিন্ডারগার্টেনগুলোর অবস্থা লিখিতভাবে বক্তব্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। তিনি বলেন, স্কুল বন্ধ থাকায় ইতোমধ্যে ১২ জন শিক্ষক অভাব-অনটনে মারা গেছেন ও অনেকে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, বেশির ভাগ কিন্ডারগার্টেন ভাড়া বাসায় হওয়ায় প্রতি মাসেই ঋণে জর্জরিত হচ্ছেন শিক্ষকরা। ভাড়া নিয়মিতভাবে না দিতে পারায় অপমানজনক অবস্থা মেনে না নিতে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এতে শিক্ষকরা শুধু যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, ছোট্ট শিশুদেরও স্বাভাবিক মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে শিক্ষকরা শিক্ষামন্ত্রী দিপু মনিকে উদ্দেশ করে বলেন, দেশব্যাপী সব কার্যক্রমে কোনো বাধা নেই। স্বাভাবিক নিয়মেই চলছে সব সেক্টর। বাজার ঘাট, মার্কেট, অফিস আদালত চলছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এত টালবাহানা কেন? আজ এক প্রতিষ্ঠান কাল আরেক প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন তা হবে না। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে প্রতিটি জেলায় স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও দাবি আদায় না হলে মন্ত্রণালয়ে স্মারকলিপি ও প্রেসক্লাবের সামনে আবারও বিশাল আয়োজনে শিক্ষকরা বিক্ষোভ করবে বলেও জানায় সংগঠনটি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চেয়ারম্যান এল এম কামরুজ্জামান, বিকেএ-এর সদস্যবৃন্দসহ মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষক।

  • 263
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে